Description
Hepton, রবিন হেপটোন কালমেঘ, চিরতা, কুটকী, পর্পটক, ভুঙ্গরাজ প্রভৃতি ভেষজ উপাদানের সংমিশ্রনে উৎপাদিত রবিন হেপটোন সিরাপ যকৃতদুষ্টি, যকৃতের শুষ্কতা, পিত্তদুষ্টি ও পিত্তকোষের স্বাভাবিক কার্যকারিতা সুসংহতকারক। রবিন হেপটোন যকৃতের বিভিন্ন সমস্যা যেমন, জন্ডিস, রক্তদোষ, প্লীহা বৃদ্ধি, কোষ্টবদ্ধতা প্রভৃতি রোগ নিরাময়ে অত্যন্ত কার্যকরী। রবিন হেপটোন যকৃত সতেজ করে কামলা, উদর রোগ, অরুচী, গ্রহণী, শোথ রোগ প্রশমিত হয়। রবিন হেপটোন সর্ম্পকে বিস্তারিত নিচে বর্ননা করা হয়েছে।
রবিন হেপটোন তৈরির উপাদান
প্রতি ৫ মিঃলিঃ সিরাপে রয়েছেঃ
- যবতিক্তা (কালমেঘ) ১৪.৩২ মিঃগ্রাঃ
- কিরাত তিক্তা (চিরতা) ১৪.৩২ মিঃগ্রাঃ
- গুড়ুচী ১৪.৩২ মিঃগ্রাঃ
- পর্পটক (ক্ষেৎপাপড়া) ১৪.৩২ মিঃগ্রাঃ
- কুটকী ১৪.৩২ মিঃগ্রাঃ
- ভৃঙ্গরাজ ১৪.৩২ মিঃগ্রাঃ
- পটোলপত্র ১৪.৩২ মিঃগ্রাঃ
এবং অন্যান্য উপাদান পরিমানমত
সূত্রঃ বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরী।
নিচে সকল উপাদানের ঔষধি গুন সম্পর্কে বিস্তারিত বর্ননা করা হলঃ
যবতিক্তাঃ যবতিক্তা বা কালমেঘ পাতায় রক্তকে পরিশুদ্ধ করার ক্ষমতা রয়েছে । এছাড়া এতে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট থাকে। ফলত আমাদের ত্বকের নানা রকম সমস্যার ক্ষেত্রে কালমেঘ পাতা অত্যান্ত কার্যকর। লিভারজনিত যে কোন সমস্যার অব্যর্থ ওষুধ এই কালমেঘ। এটি লিভার টনিক হিসাবে ব্যবহৃত হয়। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা উপশমে ও এটি ব্যাবহৃত হয়।
কিরাত তিক্তাঃ কিরাত তিক্তা হল চিরতার আয়ুর্বেদিক নাম। পাকস্থলির সুস্থতায় চিরতা দারুণ কার্যকর। রক্তপিত্ত, কৃমি নাশ, শোথ, ব্যাকটেরিয়া, ভাইরাস প্রতিরোধ, লিভার পরিষ্কারক, রক্তশূণ্যতা কমায়, হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি কমায়।
গুড়ুচীঃ গুড়ুচী রাসায়নিক ভাবে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যাতে ঠিকভাবে এবং সম্পূর্ন শক্তি দিয়ে কাজ করে তা নিশ্চিত করে। ওজন কমাতে, জ্বর সারাতে, শ্বাসকষ্ট রুখতে ও যকৃত ভালো রাখতে গুড়ুচী ব্যাবহৃত হয়।
পর্পটকঃ পাকস্থলী, প্লীহা ও যকৃতের আবদ্ধ দূষিত রস নির্গত করে এবং শক্তিদান করে। পিত্তজনিত পুরাতন জ্বর, কামলা, খুজলি ও পাঁচড়া রোগে উপকারি। কোষ্ঠকাঠিন্য ও মূত্রকৃচ্ছতা দূর করে এবং হাত পা জ্বালাপোড়া নাশ করে।
কুটকীঃ তীব্র হেপাটাইটিস, এজমা, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অতিসার, পাকাশয়ের প্রদাহপূর্ণ রোগের চিকিৎসায় কুটকী ব্যবহৃত হয়।
ভৃঙ্গরাজঃ পেটের সমস্যা, পুরাতন আমাশয়, শোথ, পুরাতন জ্বর ও অজীর্ণে ভৃঙ্গরাজ ব্যবহৃত হয়।
পটোলপত্রঃ কোষ্ঠকাঠিন্য নিরাময় করে, ওজন কমাতে সাহায্য করে ও রক্ত পরিষ্কার করে।
কার্যকারীতাঃ
হেপাটাইটিস ও জন্ডিস রোগে বিশেষ কাজ করে, রক্তদোষ, কৃমি, লিভারের সকল গোলযোগ ও লিভার সুরক্ষায় অত্যন্ত কার্যকর।
সেবন বিধিঃ
প্রাপ্তবয়ষ্কঃ ১৫-২০ মিঃলিঃ সিরাপ ২/৩ বার আহারের পর অপ্রাপ্তবয়ষ্কঃ ৫-১০ মিঃলিঃ সিরাপ ২/৩ বার আহারের পর অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুসারে সিরাপ সেব্য।
সতর্কতাঃ
আলো থেকে দূরে-ঠান্ডা ও শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাহিরে রাখুন। ব্যবহারের পূর্বে বোতল ঝাঁকিয়ে নিন।
প্রস্তুতকারক প্রতিষ্ঠানঃ
রবিন ল্যাবরেটরিজ (আয়ু) লিঃ
আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ।